বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১২

এত কষ্ট মেহদি হাসানের প্রাপ্য ছিল না


ভারতীয় সংগীতশিল্পী লতা মুঙ্গেশকর বলেছেন, উপমহাদেশের প্রখ্যাত গজলশিল্পী মেহদি হাসান প্রায় নয়-দশ বছর ধরে অসুস্থ ছিলেন। তিনি খুব কষ্ট পেয়েছেন। শেষ বয়সে এতটা কষ্ট তাঁর প্রাপ্য ছিল না। মেহদি হাসানের মৃত্যুর পর আজ বৃহস্পতিবার তাঁকে স্মরণ করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে এ তথ্য প্রকাশিত হয়েছে।
গতকাল ৮৫ বছর বয়সে মারা যান গজলশিল্পী মেহদি হাসান।
ভারতের জীবন্ত এই কিংবদন্তি শিল্পী বলেন, ‘প্রায় ৪০ বছর আগে মেহদি হাসানের সঙ্গে আমার কানাডায় দেখা হয়েছিল। আমি সেখানে তাঁর একটা কনসার্টে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি বিস্মিত হয়েছিলাম। কনসার্টের ভেতরে আমাকে দেখেই তিনি তাঁর গান বন্ধ করে আমাকে স্বাগত জানিয়েছিলেন। পরে তিনি কিংস্টোনে আমার সঙ্গে দেখাও করেছিলেন। এরপর মুম্বাইতে তাঁর যখন প্রথম কনসার্টের আয়োজন করা হয় সেখানে বক্তব্য দিয়েছিলাম।’
লতা মুঙ্গেশকর আরও বলেন, ‘মেহদি হাসানের সঙ্গে আমার শেষ দেখাটা হয়েছিল কয়েক বছর আগে। তিনি আমার সঙ্গে দেখা করার জন্য বাড়ি পর্যন্ত এসেছিলেন। তখন তিনি খুব অসুস্থ ছিলেন। তাই তিনি হুইলচেয়ারে করে আমার বাড়িতে এসেছিলেন। ওভাবে তাঁকে দেখে আমরা সবাই খুব বিস্মিত হয়েছিলাম। কারণ, পরিবারের সবাই আমরা তাঁর খুব ভক্ত ছিলাম। আমাকে দেখে তিনি কেঁদে ফেলেছিলেন। তিনি আমার মারাঠি ভাষায় গাওয়া একটি গান খুবই পছন্দ করতেন।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন