
আবুল কালাম
বিনোদন জগতে তারকাদের মাঝে আত্মীয়তার বন্ধন অনেকেরই হয়তো জানা নেই। বর্তমানে মিডিয়াতে যারা জনপ্রিয় তাদের অতীত খুঁজলে দেখা যায় নিজেদের মধ্যে আত্মীয়তার বন্ধনের কারণে একে অন্যের হাত ধরেই মিডিয়াতে প্রবেশ করে আজ নিজ নিজ ক্ষেত্রে তারা প্রতিষ্ঠা লাভ করেছেন।
চিত্র নায়ক রিয়াজ : মূলত ববিতার হাত ধরেই রিয়াজ বড় পর্দায় পা রাখেন। কারণ তিনি ববিতা, চম্পা ও সুচন্দার চাচাতো ভাই। এছাড়া বড় পর্দার এই সময়ের দুই নায়ক আমিন খান ও অমিত হাসান দুইজন ভায়রা ভাই।
কানিজ আলমাস-জুয়েল আইচ : যাদু শিল্পী জুয়েল আইচ ও বিপাশা আইচ স্বামী-স্ত্রী। বিপাশার ভাবী বিউটিশিয়ান কানিজ আলমাস খান। জুয়েল আইচের বড় ভাই পশ্চিমবঙ্গের আলোচিত গীতিকার মানিক আইচ।
শমী কায়সার : ডাক্তার বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী বি চৌধুরীর আপন খালাত বোন অভিনেত্রী শমী কায়সার। এছাড়া কণ্ঠশিল্পী সুমনা হক মাহীর ফুপাতো বোন। সুমনার মা কবি খালেদা এদিব চৌধুরী। মাহীর স্ত্রী লোপাও একসময় মডেলিং করতেন।
বিজরী বরকতউল্লাহ : কণ্ঠশিল্পী আবিদা সুলতানার ননদ হচ্ছেন অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। এই অভিনেত্রীর স্বামী সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনের বড় বোন আবিদা। ফলে কণ্ঠশিল্পী রফিকুল আলম সম্পর্কে ইমনের দুলাভাই হন।
ঈশিতা : ব্যান্ড শিল্পী শাফিন আহমেদ ও হামিন আহমেদের ভাবী হন টিভি অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা। মাইলস ব্যান্ডের এই শিল্পীদ্বয়ের মামাতো ভাই আরিফ দৌলা অভিনেত্রী ঈশিতার স্বামী।
অর্ণব : একসময়ের টিভি উপস্থাপিকা অদিতি সেন গুপ্তের চাচা কণ্ঠ শিল্পী তপন চৌধুরী। আর বর্তমান প্রজন্মের আলোচিত গায়ক অর্ণব তপন চৌধুরীর বড় ভাই চিত্রশিল্পী স্বপন চৌধুরীর ছেলে।
ডলি-পলি : কণ্ঠ শিল্পী ডলি সায়ন্তনী, পলি সায়ন্তনী ও বাদশা বুলবুল তিন ভাই বোন। তাদের মা লোকসঙ্গীত শিল্পী মনোয়ারা বেগম। ডলির প্রাক্তন দুই স্বামী হচ্ছেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী ও গীতিকার আহমেদ রিজভী।
তৌকির আহমেদ : জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতহার আলী খান টিভি অভিনেতা ও পরিচালক তৌকির আহমেদের ছোট বোনের স্বামী। সেই সূত্রে আতহার সম্পর্কে তৌকিরের ভগ্নিপতি। এছাড়া অভিনেতা শাহেদ হচ্ছেন তৌকিরের ভায়রা। তাদের শ্বশুর হচ্ছেন অভিনেতা আবুল হায়াত।
কণ্ঠশিল্পী আসিফ : ক্রিকেটার এনামুল হক মনির ভগ্নিপতি হচ্ছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। কারণ আসিফের স্ত্রী সালমা আসিফের বড় ভাই হচ্ছেন এনামুল হক মনি।
তানিয়া আহমেদ : অভিনেত্রী তানিয়া আহমেদের আপন দুই মামা চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা ও রুবেল। এছাড়া তানিয়ার স্বামী হচ্ছেন গায়ক ও সঙ্গীত পরিচালক এসআই টুটুল।
বাপ্পা মজুমদার ও পার্থ প্রতিম মজুমদার : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদার ও সঙ্গীত পরিচালক বাপ্পা মজুমদার সঙ্গীতজ্ঞ বারীণ মজুমদারের ছেলে। তাদের মা ইলা মজুমদার। বাপ্পার স্ত্রী অভিনেত্রী মেহবুবা চাঁদনী।
দেবাশীষ বিশ্বাস : প্রয়াত সঙ্গীত পরিচালক সত্য সাহার দুই ছেলে ইমন সাহা ও সুমন সাহা। ইমনের খালাতো ভাই উপস্থাপক দেবাশীষ বিশ্বাস। ইমন, সুমন ও দেবাশীষের মামা চিত্র পরিচালক শিল্পী চক্রবর্তী।
সামিনা-ফাহমিদা : বরেণ্য সঙ্গীত শিল্পী মাহমুদুন নবীর দুই মেয়ে ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। তাদের ছোট ভাই পঞ্চম একজন ব্যান্ড শিল্পী। সামিনা চৌধুরীর প্রাক্তন স্বামী ব্যান্ড শিল্পী নকিব খান। তার বর্তমান স্বামী ইজাজ খান স্বপন ওয়ার্ল্ড মিউজিকের কর্ণধার।
শাহনাজ রহমতউল্লাহ : প্রয়াত চলচ্চিত্র অভিনেতা জাফর ইকবালের বোন গায়িকা শাহনাজ রহমত উল্লাহ।
আগুন-সাবিনা : বর্তমান প্রজন্মের গায়ক ও অভিনেতা আগুনের বাবা খান আতা ও মা কণ্ঠশিল্পী নিলুফার ইয়াসমিন । চলচ্চিত্র ব্যক্তিত্ব খান আতার দুই স্ত্রী মাহবুবা রহমান ও নিলুফার ইয়াসমীন। নিলুফার ইয়াসমীনের বড় বোন সাবিনা ইয়াসমীন। সেই হিসেবে আগুনের খালা হন সাবিনা। অপরদিকে মাহবুবা রহমান ও খান আতার ঘরে জন্ম নেন কণ্ঠশিল্পী রুমানা ইসলাম।
রামেন্দু মজুমদার : অভিনেত্রী ত্রপা মজুমদারের বাবা-মা হচ্ছেন ফেরদৌসি মজুমদার ও রামেন্দু মজুমদার। বিজ্ঞাপন নির্মাতা আপন আহসান ত্রপার স্বামী। ফেরদৌসি মজুমদারের বড় দুই ভাইয়ের একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিাবিদ অধ্যাপক কবির চৌধুরী এবং আরেকজন মুনীর চৌধুরী। তারা উভয়েই মারা গেছেন।
চিত্র নায়ক রিয়াজ : মূলত ববিতার হাত ধরেই রিয়াজ বড় পর্দায় পা রাখেন। কারণ তিনি ববিতা, চম্পা ও সুচন্দার চাচাতো ভাই। এছাড়া বড় পর্দার এই সময়ের দুই নায়ক আমিন খান ও অমিত হাসান দুইজন ভায়রা ভাই।
কানিজ আলমাস-জুয়েল আইচ : যাদু শিল্পী জুয়েল আইচ ও বিপাশা আইচ স্বামী-স্ত্রী। বিপাশার ভাবী বিউটিশিয়ান কানিজ আলমাস খান। জুয়েল আইচের বড় ভাই পশ্চিমবঙ্গের আলোচিত গীতিকার মানিক আইচ।
শমী কায়সার : ডাক্তার বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী বি চৌধুরীর আপন খালাত বোন অভিনেত্রী শমী কায়সার। এছাড়া কণ্ঠশিল্পী সুমনা হক মাহীর ফুপাতো বোন। সুমনার মা কবি খালেদা এদিব চৌধুরী। মাহীর স্ত্রী লোপাও একসময় মডেলিং করতেন।
বিজরী বরকতউল্লাহ : কণ্ঠশিল্পী আবিদা সুলতানার ননদ হচ্ছেন অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। এই অভিনেত্রীর স্বামী সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনের বড় বোন আবিদা। ফলে কণ্ঠশিল্পী রফিকুল আলম সম্পর্কে ইমনের দুলাভাই হন।
ঈশিতা : ব্যান্ড শিল্পী শাফিন আহমেদ ও হামিন আহমেদের ভাবী হন টিভি অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা। মাইলস ব্যান্ডের এই শিল্পীদ্বয়ের মামাতো ভাই আরিফ দৌলা অভিনেত্রী ঈশিতার স্বামী।
অর্ণব : একসময়ের টিভি উপস্থাপিকা অদিতি সেন গুপ্তের চাচা কণ্ঠ শিল্পী তপন চৌধুরী। আর বর্তমান প্রজন্মের আলোচিত গায়ক অর্ণব তপন চৌধুরীর বড় ভাই চিত্রশিল্পী স্বপন চৌধুরীর ছেলে।
ডলি-পলি : কণ্ঠ শিল্পী ডলি সায়ন্তনী, পলি সায়ন্তনী ও বাদশা বুলবুল তিন ভাই বোন। তাদের মা লোকসঙ্গীত শিল্পী মনোয়ারা বেগম। ডলির প্রাক্তন দুই স্বামী হচ্ছেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী ও গীতিকার আহমেদ রিজভী।
তৌকির আহমেদ : জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতহার আলী খান টিভি অভিনেতা ও পরিচালক তৌকির আহমেদের ছোট বোনের স্বামী। সেই সূত্রে আতহার সম্পর্কে তৌকিরের ভগ্নিপতি। এছাড়া অভিনেতা শাহেদ হচ্ছেন তৌকিরের ভায়রা। তাদের শ্বশুর হচ্ছেন অভিনেতা আবুল হায়াত।
কণ্ঠশিল্পী আসিফ : ক্রিকেটার এনামুল হক মনির ভগ্নিপতি হচ্ছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। কারণ আসিফের স্ত্রী সালমা আসিফের বড় ভাই হচ্ছেন এনামুল হক মনি।
তানিয়া আহমেদ : অভিনেত্রী তানিয়া আহমেদের আপন দুই মামা চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা ও রুবেল। এছাড়া তানিয়ার স্বামী হচ্ছেন গায়ক ও সঙ্গীত পরিচালক এসআই টুটুল।
বাপ্পা মজুমদার ও পার্থ প্রতিম মজুমদার : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদার ও সঙ্গীত পরিচালক বাপ্পা মজুমদার সঙ্গীতজ্ঞ বারীণ মজুমদারের ছেলে। তাদের মা ইলা মজুমদার। বাপ্পার স্ত্রী অভিনেত্রী মেহবুবা চাঁদনী।
দেবাশীষ বিশ্বাস : প্রয়াত সঙ্গীত পরিচালক সত্য সাহার দুই ছেলে ইমন সাহা ও সুমন সাহা। ইমনের খালাতো ভাই উপস্থাপক দেবাশীষ বিশ্বাস। ইমন, সুমন ও দেবাশীষের মামা চিত্র পরিচালক শিল্পী চক্রবর্তী।
সামিনা-ফাহমিদা : বরেণ্য সঙ্গীত শিল্পী মাহমুদুন নবীর দুই মেয়ে ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। তাদের ছোট ভাই পঞ্চম একজন ব্যান্ড শিল্পী। সামিনা চৌধুরীর প্রাক্তন স্বামী ব্যান্ড শিল্পী নকিব খান। তার বর্তমান স্বামী ইজাজ খান স্বপন ওয়ার্ল্ড মিউজিকের কর্ণধার।
শাহনাজ রহমতউল্লাহ : প্রয়াত চলচ্চিত্র অভিনেতা জাফর ইকবালের বোন গায়িকা শাহনাজ রহমত উল্লাহ।
আগুন-সাবিনা : বর্তমান প্রজন্মের গায়ক ও অভিনেতা আগুনের বাবা খান আতা ও মা কণ্ঠশিল্পী নিলুফার ইয়াসমিন । চলচ্চিত্র ব্যক্তিত্ব খান আতার দুই স্ত্রী মাহবুবা রহমান ও নিলুফার ইয়াসমীন। নিলুফার ইয়াসমীনের বড় বোন সাবিনা ইয়াসমীন। সেই হিসেবে আগুনের খালা হন সাবিনা। অপরদিকে মাহবুবা রহমান ও খান আতার ঘরে জন্ম নেন কণ্ঠশিল্পী রুমানা ইসলাম।
রামেন্দু মজুমদার : অভিনেত্রী ত্রপা মজুমদারের বাবা-মা হচ্ছেন ফেরদৌসি মজুমদার ও রামেন্দু মজুমদার। বিজ্ঞাপন নির্মাতা আপন আহসান ত্রপার স্বামী। ফেরদৌসি মজুমদারের বড় দুই ভাইয়ের একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিাবিদ অধ্যাপক কবির চৌধুরী এবং আরেকজন মুনীর চৌধুরী। তারা উভয়েই মারা গেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন