আশীষ-উর-রহমান | তারিখ: ১০-০২-২০১১

এসব হাঁকডাকের পালা টিএসসির মোড় থেকেই শুরু। কেউ তাদের ডাকে সাড়া দিচ্ছেন, কেউ ভ্রুক্ষেপ না করে এগিয়ে যাচ্ছেন। এভাবেই কেটে গেল একুশে বইমেলার মেয়াদের এক-তৃতীয়াংশ। শীতের প্রভাব বলতে গেলে নেই। মেলা ভেতরে-বাইরে জমে উঠেছে ভালোই, বিক্রিও বেড়েছে এবার। প্রকাশকেরা আছেন তাই প্রসন্ন মনে।
তরল অবস্থা থেকে কবিতাকে উদ্ধার করা দরকার
এবার মেলায় কবিতার বইয়ের সংখ্যা তুলনামূলকভাবে গত কয়েক বছরের চেয়ে কম। এতে কবি আবুবকর সিদ্দিক সন্তোষই প্রকাশ করলেন। বুধবার মেলার মাঠে তিনি বললেন, ‘কবিতা যে তরল অবস্থার মধ্যে গিয়ে পড়েছে, সেখান থেকে তাকে উদ্ধার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। উপন্যাসের অবস্থাও ভালো নয়। উপন্যাস হলো জীবনের সব অভিজ্ঞতার দানা বাঁধা রসায়ন। কিন্তু সেই মাপের কালজয়ী ধ্রুপদি উপন্যাস আমরা পাচ্ছি না। সমাজের উত্থান-পতনের মধ্য দিয়ে যে নতুন একটি চিন্তাভাবনার উন্মেষ, তাকে ধারণ করে উঠে আসা কোনো উপন্যাস পাচ্ছি না। গভীর চিন্তার দরকার। পাঠকের মান-মন-মনন গঠনে লেখককেই ভূমিকা রাখতে হবে। শুধু হালকা, শুধু চটুল রচনার স্রোতে গা ভাসালে আমাদের প্রকাশনার মান কোনো দিনই বাড়বে না।’ এবার মেলায় তাঁর কবিতা সমগ্রর প্রথম খণ্ড এসেছে অনিন্দ্য থেকে। সাকী থেকে এসেছে ছড়ার বই হট্টমেলা এবং স্মৃতিকথা স্মরণের মুখশ্রী।
মোড়ক উন্মোচন
গতকাল ১০টি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে নজরুল মঞ্চে। এর মধ্যে ছিল প্রথমা প্রকাশন থেকে এ এম হারুণ-অর-রশিদ ও ফারসীম মান্নান মোহাম্মদী রচিত বিজ্ঞানবিষয়ক গ্রন্থ অপূর্ব এই মহাবিশ্ব। মোড়ক উন্মোচন করেন বিজ্ঞান লেখক রেজাউর রহমান ও মুনির হাসান। অনিন্দ্য থেকে প্রকাশিত শরীফ শমশির সম্পাদিত ভারতের স্বাধীনতা সংগ্রাম: চট্টগ্রাম বিদ্রোহ ও বিপ্লবী মহানায়ক সূর্য সেন বইটির মোড়ক উন্মোচন করেন সাংসদ রাশেদ খান মেনন। নবরাগ থেকে প্রকাশিত মাহবুব সিদ্দিকীর গবেষণাগ্রন্থ আম-এর মোড়ক উন্মোচন করেন শাইখ সিরাজ। জনান্তিক থেকে প্রকাশিত ড. প্রভাষ চন্দ্র রায়ের শেয়ার ব্যবসা: টেকনিক্যাল বিশ্লেষণ-এর মোড়ক উন্মোচন করেন কথাসাহিত্যিক আনিসুল হক।
নতুন বই
বুধবার নতুন ও নতুন সংস্করণের বই এসেছে ১১৫টি। এর মধ্যে কয়েকটি হলো: প্রথমা প্রকাশন থেকে মির্জা গালিবের লেখা সিপাহি বিদ্রোহের রোজনামচা দাস্তাম্বু। অনুবাদ করেছেন জাফর আলম। আগামী থেকে ফরহাদ মজহারের দর্শনবিষয়ক গ্রন্থ তিমির জন্য লজিকবিদ্যা। রোদেলা থেকে আবুল আহসান চৌধুরীর প্রবন্ধ লালন সাঁই ও উত্তরসূরি। ইউপিএল থেকে আব্দুল কাইয়ুমের বিজ্ঞানবিষয়ক গ্রন্থ বিজ্ঞানের রাজ্যে জানা অজানা। মুক্তদেশ থেকে মুস্তাফা জামান আব্বাসীর রম্যগ্রন্থ গোধূলির ছায়াপথে। পাঠশালা থেকে কাজী রোজীর কাব্যগ্রন্থ লড়াই। গ্লোব লাইব্রেরি থেকে কবির আহমেদের ঢাকাবিষয়ক গ্রন্থ স্মৃতির শহর ঢাকা। দ্য রয়েল পাবলিশার্স থেকে নাসির আহমেদের গল্প ছেঁড়া ছেঁড়া মেঘ ও অন্যান্য গল্প এবং ছড়া রক্তে রাঙা বাংলা আমার। আগামী থেকে মাহমুদ হাফিজের গত বত্রিশ বসন্তের রোমান্টিক কবিতার বাছাই সংকলন অবাধ্য রঙিন। শিরীন প্রকাশন থেকে রানা জামানের মুক্তিযুদ্ধবিষয়ক দুটি গল্প একাত্তরের মুক্তিযুদ্ধের গল্প ও রক্তস্নাত একাত্তর। মুক্তধারা থেকে গোপাল হালদারের গবেষণাগ্রন্থ বাঙালি সংস্কৃতির রূপ। পার্ল থেকে বিপ্রদাস বড়ুয়ার প্রবন্ধ আমার প্রতিদ্বন্দ্বী আমি। অবসর থেকে আলোকচিত্রী মুস্তাফিজ মামুনের ভ্রমণবিষয়ক গ্রন্থ দেখুন বাংলাদেশ। ঐতিহ্য থেকে মিজানুর খানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস সোনার পরমতলা। ইছামতি থেকে ফারহান জাহাঙ্গীরের উপন্যাস মাইনাস অক্সিজেন। জিনিয়াস থেকে প্রত্যয় জসীমের প্রবন্ধ অন্য আলোয় শামসুর রাহমান। দ্য রয়েল থেকে রফিক আহমেদের ছড়া ছন্দে বাঁধা দ্বন্দ্বগুলো এবং নাজনীন লিপির গল্প কী যেন জানে না সে।
মেলামঞ্চে
মেলামঞ্চে গতকাল আলোচ্য বিষয় ছিল ‘রবীন্দ্রনাথ রোমান্টিকতা ও আধুনিক কবিতার দ্বন্দ্ব’। প্রবন্ধ পড়েন অসীম সাহা। আলোচনা করেন সিদ্দিকা মাহমুদা, আবদুস সেলিম ও আহমেদ রেজা। সভাপতিত্ব করেন হায়াৎ মামুদ। সন্ধ্যায় ছিল আমিনুর রহমান নির্দেশিত পালাকারের নাটক রবীন্দ্রনাথের ডাকঘর-এর মঞ্চায়ন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন